আমাদের সম্পর্কে
শিক্ষার ভবিষ্যৎ বদলে দেওয়ার লক্ষ্যেই জন্ম হয়েছে ফার্স্ট স্কুল । আমরা বিশ্বাস করি, মানসম্পন্ন ও আনন্দদায়ক শিক্ষাই একটি প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারে। তাই শিক্ষা যেন শুধু বইয়ের পাতায় আটকে না থাকে—বরং হয়ে উঠুক প্রাণবন্ত, সহজবোধ্য ও শিশুকেন্দ্রিক—এই ভাবনাকে কেন্দ্র করেই আমরা কাজ করে চলেছি।
আমাদের মূল লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর, শিশু উপযোগী ও উদ্ভাবনী শিক্ষামাধ্যম তৈরি করা। এ জন্য আমরা ব্যবহার করছি এনিমেটেড ভিডিও, ইন্টারঅ্যাকটিভ লার্নিং টুলস, ডিজিটাল ওয়ার্কবুক, ও কার্টুন-ভিত্তিক পাঠসামগ্রী—যা শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়ায় এবং বোঝাপড়াকে করে আরও গভীর।
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিশুর ডিজিটাল লিটারেসি, সমস্যা সমাধান, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা শিশুদের মাঝে গড়ে তুলতে ফার্স্ট স্কুল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই প্রতিটি শিশু শেখাকালীন সময়েই গড়ে উঠুক একজন ভবিষ্যত নেতৃত্বের উপযুক্ত মানুষ হিসেবে।