আমরা গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবা বা পণ্যের গুণমান, ব্যবহারযোগ্যতা এবং গ্রাহক অভিজ্ঞতা যাতে সর্বদা ইতিবাচক হয়, সে লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সেবা বা পণ্য ফেরতের যোগ্যতা:
যেসব পরিস্থিতিতে আপনি মূল্য ফেরতের জন্য অনুরোধ করতে পারবেন- ক) কারিগরি ত্রুটির কারণে সেবা বা পণ্যটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে। খ) প্রতিশ্রুত সেবা বা পণ্য সরবরাহ না পেলে। গ) ভুলবশত ভুল কোর্স ক্রয় করলে।
রিফান্ড প্রক্রিয়া:
উক্ত শর্তসমূহ পূরণ হলে আপনি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মূল্য ফেরতের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে আবেদন গৃহীত হলে, ১০ (দশ) কর্মদিবসের মধ্যে পরিশোধিত মূল্য ফেরত প্রদান করা হবে অথবা পরিবর্তিত সেবা/পণ্য সরবরাহ করা হবে।
মূল্য ফেরতের আবেদনের সময়সীমা:
প্রি-পেমেন্টে কোর্স ক্রয়: ক্রয়ের তারিখ থেকে ১০ (দশ) দিনের মধ্যে। কোর্স চলাকালীন: লাইভ ক্লাস শুরুর তারিখ থেকে পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে।
রিফান্ডের আবেদন প্রক্রিয়া:
রিফান্ডের জন্য আবেদন করতে আপনার প্রয়োজনীয় তথ্যসহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল: 01757279848 ই-মেইল: info.1stschool@gmail.com অথবা help.1stschool@gmail.com
রিফান্ডের জন্য আবেদন অনুমোদন হলে:
ক) আমরা ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আপনার আবেদন যাচাই-বাছাই করে রিফান্ড প্রযোজ্য কি না, তা জানিয়ে দেওয়া হবে। খ) আপনার রিফান্ড আবেদন অনুমোদন হলে ৭ (সাত) কর্মদিবসের মধ্যে আপনাকে টাকা ফেরত পাঠানো হবে।
আপনার সন্তুষ্টিই আমাদের উদ্দেশ্য। আমাদের সাপোর্ট টিম আপনাকে সহায়তার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।